সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন
Uncategorized

শিল্পীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ৬ জুন, ২০২১

শিল্পীদের দুঃসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় তাদের পাশে দাঁড়িয়েছেন। এরই মধ্যে অনেক শিল্পীর চিকিৎসা ও আর্থিক সংকটে অর্থ সহায়তা করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী করোনাকালীন অসচ্ছল শিল্পীদের জন্য উপহার দিয়েছেন।

শনিবার (৫ জুন) চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে এই উপহার সামগ্রী শিল্পীদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি মাসুম পারভেজ রুবেল, সাধারণ সম্পাদক জায়েদ খানসহ অনেকে। এ সময় তারা স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘করোনাকালীন মানুষের জীবন প্রায় দুর্বিসহ। আমাদের সিনেমার কার্যক্রম বন্ধপ্রায়। ঠিক এই সময় আমরা উপহার পেলাম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানাই মাননীয় ত্রাণ মন্ত্রীকে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ