বাংলা চলচ্চিত্রে ২০১৩ সালে পরিচালক জাকির হোসেন রাজু’র সুপারহিট সিনেমা মুক্তি পায় ‘পোড়ামন’ এ ছবিতে প্রধান দুই চরিত্রে জুটি বেঁধে কাজ করেন সাইমন সাদিক ও মাহি। এ সিনেমাটি তাদের জুটিকে রাতারাতি দর্শকজনপ্রিয় করে তুলে। এরপর তাদের দুজনকে ‘জান্নাত’ সহ আরও কিছু ছবিতে নিয়েছেন পরিচালকরা। তবে প্রায় আট বছর নিজের সুপারহিট ছবির এই জুটিকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ‘জীবন সংসার’ সিনেমার খ্যাত পরিচালক জাকির হোসেন রাজু।
দীর্ঘদিন পর আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি। সাইমন-মাহিকে নিয়ে ‘আর্তনাদ’ নামের একটি সিনেমা বানাবেন রাজু। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।
জাকির হোসেন রাজু বলেন, ‘দীর্ঘদিন পর আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি। অবশ্যই ভালো লাগে। এই আট বছরে ওরা দুজনই অনেক পরিণত হয়েছে। আশা করছি ‘আর্তনাদ’ দর্শককে মুগ্ধতা দেবে।’
এ বিষয়ে সাইমন সাদিক বলেন, ‘দীর্ঘ ৮ বছর পর ওস্তাদ জাকির হোসেন রাজু’র পরিচালনায় কাজ করতে যাচ্ছি এটা আমার জন্য অনেক বড় আনন্দের। আশা করি ‘পোড়ামন’র মতো এ ছবিতেও আমি ও মাহি ওস্তাদকে কাজ দিয়ে সন্তুষ্ট করতে পারবো, দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবো।’
Leave a Reply