ওপার বাংলার সুপারহিট চিত্রনায়ক জিৎ। বাংলাদেশ – ভারতের যৌথ প্রযোজনার সিনেমায়ও অভিনয় করেছেন।এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘বাজি’।বাংলাদেশেও তার জনপ্রিয়তা কম নয়। ‘বাজি’ সিনেমায় জিৎ এর বিপরীতে অভিনয় করেছেন পশ্চিম বঙ্গের তৃণমূল সাংসদ চিত্রনায়িকা মিমি চক্রবর্তী।
তিতাশ কথাচিত্রের ব্যানারে সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জিৎ অভিনীত ‘বাজি’। এরই মধ্যে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। ‘বাজি’ সিনেমাটি পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ।
গল্পে দেখা যাবে, দুটি পরিবারের প্রতিশোধে গল্প। নতুন করে এর চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক। জানা গেছে, ‘বাজি’ সিনেমার গল্প নেওয়া হয়েছে তালিম সিনেমা থেকে। প্রযোজনা করেছে জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিত্স ফিল্ম ওয়ার্কস।
Leave a Reply