বৃহস্পতিবার ( ৮ জুলাই) সন্ধ্যায় দর্শক জনপ্রিয় সঙ্গীতত পরিচালক সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ পুত্র সন্তানের বাবা হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাবিব ওয়াহিদের বাবা পপসংগীত তারকা ফেরদৌস ওয়াহিদ। গত ১২ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তৃতীয় বিয়ের খবর জানান হাবিব ওয়াহিদ। তার তৃতীয় স্ত্রী নাম আফসানা চৌধুরী, ডাকনাম শিফা। হাবিব-শিফার বিয়ে খবরের সাত মাস যেতে না যেতেই,এবার জানালেন বাবা হওয়ার খবর।
জানা গেছে, বুধবার (৭ জুলাই) সকালে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল হাসপাতালে হাবিবের স্ত্রী শিফা পুত্র সন্তানের জন্ম দেন।হাবিব-শিফা দম্পতির ছেলে সন্তানের নাম রাখা হয়েছে আয়াত ওয়াহিদ। উল্লেখ্য,হাবিব ওয়াহিদের বর্তমান স্ত্রী শিফা রাজধানীর ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগে পড়াশোনা করেন। পাশাপাশি মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন তিনি।
হাবিব ২০০৩ সালে প্রথম বিয়ে করেন লুবায়না নামের একজনকে। প্রেমের সেই বিয়ের সংসারে মনের অমিলের কারণে বিচ্ছেদ ঘটে অল্প সময়ের ব্যবধানে। এরপর ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে হাবিব বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সে সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি। সেই ঘরেও আলিম ওয়াহিদ নামে হাবিবের এক পুত্র সন্তান রয়েছে।
Leave a Reply