শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন
Uncategorized

ভালো বন্ধুর সাথে মাহিয়া মাহির বিয়ের গুঞ্জন

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১

সম্প্রতি মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদ ঘটেছে দেশের শীর্ষ নায়িকা মাহিয়া মাহির। এই বিচ্ছেদের রেশ না কাটতেই মাহীর দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে গণমাধ্যম গুলোতে। গাজীপুর চৌরাস্তা অঞ্চলের প্রভাবশালী এক পরিবারের তরুণ রাজনীতিক-ব্যবসায়ীকে নাকি বিয়ে করেছেন এই অভিনেত্রী। তবে দ্বিতীয় স্বামীকে অস্বীকার করেছেন, একই সঙ্গে অস্বীকার করেছেন দ্বিতীয় বিয়ের ঘটনাকেও! তিনি গণমাধ্যমকে বলেন, ‘না। বিয়ে হয়নি। আমরা বন্ধু। শুধু বন্ধু না, আমরা অনেক অনেক ভালো বন্ধু।’

সমালোচকরা বলছেন, যা রটে তা কিছু না কিছু বটে। রাকিব সরকার ও মাহিয়া মাহী বন্ধু বটে, তবে অপুর সঙ্গে বিচ্ছেদের আগে বা পরে বন্ধুত্ব গড়িয়েছে প্রণয়ে। তারই সফল পরিণতি হতে পারে বিয়ের মধ্য দিয়ে। তবে এর কিছুই প্রকাশ করা যাচ্ছে না এখন। কারণ, অপুর সঙ্গে মাহীর আইনি বিচ্ছেদ কার্যকরের জন্য ন্যূনতম তিন মাস তো সময় লাগবে। ফলে গাজীপুরের সরকার পরিবারে মাহিয়া মাহীর বউ হয়ে যাওয়ার খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হতে গেলে অপেক্ষা করতে হবে আগস্ট মাসের শেষ সপ্তাহ পর্যন্ত।

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহী। গত ২৪ মে তাদের পঞ্চম বিয়ে বার্ষিকীর আগ মুহূর্তে মাহী জানান, একসঙ্গে আর থাকছেন না তারা। ওই দিনই তারা বিবাহ বিচ্ছেদপত্রে স্বাক্ষর করেন। এখন মাহীর গোপন বিয়ের খবর প্রকাশ্যে জানতে অপেক্ষা তার দর্শক-ভক্তদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ