জমজমাট প্রতিবেদক: বাংলা আধুনিক গানের সুরের আকাশে ধ্রুবতারার মতো উজ্জ্বল এক নাম আলাউদ্দিন আলী। গুণী এই সুর স্রষ্টা বহু স্মরণীয় গানের সুরকার। বাংলা সংগীতের গুণী এ মানুষটি রোববার বিকেল ৫টা ৫০ মিনিটে মারা যান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীত-চলচ্চিত্রসহ বাংলাদেশের শোবিজে।
রাজধানীর মিরপুরে অবস্থিত বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হবেন সুরকার, সংগীত পরিচালক আলাউদ্দিন আলী। এর আগে প্রথমে খিলগাঁওয়ের তালতলা মসজিদের সামনে ও পরে এফডিসিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
আলাউদ্দিন আলীর মেয়ে আলিফ আলাউদ্দিন জানিয়েছেন, আজ (১০ আগস্ট) বাদ জোহর খিলগাঁও মূর-ই বাগ মসজিদে বাবার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ২টা ৩০ মিনিটে এফডিসিতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে সমাহিত হবেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার আলাউদ্দিন আলী।
Leave a Reply