করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দিন ধরে সিনেমা হল বন্ধ। বন্ধ থাকা অনেক হলই নতুন করে না খোলার সম্ভাবনা। এমন অবস্থায় বন্ধ সিনেমা হল পুনরায় চালু করতে আর্থিকসহ নীতি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লকডাউন উঠে যাবার পর সব কিছু খুলে গেলেও এখনও পর্যন্ত সিনেমা হল বন্ধ রয়েছে।
এদিকে, সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত পর্যবেক্ষণ করে তারপর সিনেমা হল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সচিবলায়ে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী এ কথা জানান।
এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, এই পরিস্থিতিতে হল খোলাটা কতটুকু যৌক্তিক হবে সেটা একটা বড় প্রশ্ন। আমি অনুরোধ জানাব, আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত পর্যবেক্ষণ করে তারপর আমরা বসে সিদ্ধান্ত গ্রহণ করব কখন খোলা যায়। আমার মনে হয়, আমরা অন্তত আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত পর্যবেক্ষণ করি। এরপর আপনাদের সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এর আগে খোলা কতটুকু সমীচীন হবে, এ ব্যাপারে আমি পরিপূর্ণভাবে কনভিন্স নই।
Leave a Reply