বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছাত্র-সমন্বয়কদের পরিকল্পিতভাবে হত্যা চেষ্টায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ ও সমাবেশ বিচ্ছেদের পর, বচ্চন পরিবার নতুন বাসস্থান গড়তে যাচ্ছে ! ট্রাম্পকে হারাতে এবার প্রচারে নেমেছে নীল ছবির তারকারা ছাত্র আন্দোলনের নামে দেশ-বিরোধী জঙ্গি-সন্ত্রাসী ষড়যন্ত্র  পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে আগ্রহী শাকিব শাফিনের প্রথম জানাজা সম্পন্ন যুক্তরাষ্ট্রে “আলফার” সেটে ১০০ নিরাপত্তারক্ষী প্রসেনজিৎ কেন থাপ্পড় মেরেছিলেন শর্মিলা ঠাকুরকে! ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে অভিষেকের প্রতিক্রিয়া ঘিরে চর্চা!
Uncategorized

রূপঙ্করকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল!

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ৫ জুন, ২০২২

অকাল প্রয়াত ভারতের কয়েকটি ভাষার জনপ্রিয় গায়ক কেকে – কে নিয়ে আপত্তিকর ভিডিও প্রকাশ করে পুরে ভারত জুড়ে সমালোচিত ও নিন্দিত হচ্ছেন কলকাতার গায়ক রূপঙ্কর বাগচী। তার নিজ প্রদেশ পশ্চিমবঙ্গ জুড়েও তাকে নিয়ে নিন্দার ঝড়। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নিন্দার ঝড় বইছে আন্তর্জাতিক ভাবে বাংলা ভাষাভাষীদের মধ্যেও। রূপঙ্কর বাগচীকে কলকাতার পতিতা পল্লী সোনাগাছির দালাল উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আমেরিকা প্রবাসী বাংলাদেশী নারী সাংবাদিক মিলি সুলতানা। তার সেই পোস্টটি তুলে ধরা হলো –

খুব ভাল লাগছে সোনাগাছির দালাল রূপঙ্কর বাগচীর বিরুদ্ধে কলকাতাবাসীর অব্যাহত প্রতিবাদ আর ঘৃণা দেখে। পশ্চিমবঙ্গের মানুষদের কুর্নিশ জানাই বাগচীকে একেবারে ভরিয়ে টইটম্বুর করে দিচ্ছেন তারা । গত ৩১ মে’ থেকে কেকে’র অকাল মৃত্যুর শোকে বুকটা ভারী হয়ে আছে এখন পর্যন্ত। কেকে’ একটা জেনারেশনের নস্টালজিয়া। রাত জাগার নস্টালজিয়া। প্রেম বিরহ বন্ধুত্ব – কোথায় নেই কেকে’ ?? আমি কেকে’র নিবেদিত ভক্ত। আমার ছেলেমেয়ে দু’টোও কেকে’র ভক্ত। দুই জেনারেশন ভাগাভাগি করে নিয়েছে মিউজিক জিনিয়াস কেকে’ কে। তাঁর মৃত্যুর পর থেকে সবার মন বিষন্ন। তিনি মরে গিয়ে অমর হয়েছেন। তবে রূপঙ্কর বাগচী জীবিত হয়েও সবার কাছে মৃত। নিজের স্বভাবদোষে মানুষের মনে “মৃত” হয়েই আছেন। এমন লজ্জার দায় থেকে মুক্ত হবার মানসিকতা বাগচীর নেই। কারণ তিনি যে উৎকৃষ্ট মানের নির্লজ্জ। কলকাতাবাসীকে স্যালুট জানাই। তারা কেকে’র জন্য রূপঙ্কর বাগচীকে তিরস্কার করছেন, ঘৃণা করছেন।

কেউ বলছেন রূপঙ্কর বাগচী সোনাগাছির দালাল। কেউ বলছেন মুচি। রূপঙ্কর কেমন গায়ক তা নিয়ে সন্দেহ না থাকলেও মানুষ হিসেবে কেমন তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কেকে ভারতের কয়েকটি প্রদেশের ভাষায় গান গেয়েছেন। গায়কীর দিক দিয়ে তার বাহাদুরি করার কথা। যদিও তা তিনি করেননি। তাঁর বিনয় আর নিরহঙ্কারী স্বভাবের জন্য আজ মানুষ তার জন্য শোকগ্রস্ত হচ্ছে, কষ্ট পাচ্ছে। জেনারেশন টু জেনারেশনগানের যে ডাইমেনশন কেকে তৈরি করেছেন তার ত্রিসীমানায় উঁকি মারার যোগ্যতা রূপঙ্কর বাগচীর যদি থাকতো তাও মানা যেত। কেকে সবসময় প্রচারবিমুখ ছিলেন বলে সোনাগাছির বাগচী হয়ত কেকের চেহারা দেখেননি। তাঁর গানও শোনেননি। বোঝাই যাচ্ছে সব দোষ সোনাগাছির। এই সোনাগাছিই রূপঙ্কর বাগচীর সব প্রতিভা কেড়ে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ