জমজমাট ডেস্ক
দর্শকজনপ্রিয় তামিল প্লেব্যাক গায়ক বাম্বা বাক্য আর নেই। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যমের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বাম্বার। তবে সুনির্দিষ্ট ভাবে এখনো কিছু জানা যায়নি।
সম্প্রতি ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত মণি রত্নমের ‘পোন্নিয়ান সেলভান পার্ট ১’ এর ‘পোন্নি নাধি’ গানটি গেয়েছিলেন বাম্বা বাক্য। কিন্তু সিনেমাটি মুক্তির আগেই প্রয়াত হলেন সঙ্গীতশিল্পী। তার গানের ঝুলিতে রয়েছে ‘পুলিনাঙ্গল’ এবং ‘সিমতাঙ্গারন’র মতো একাধিক হিট গান।
জানা যায়, এ আর রহমানের হাত ধরে সঙ্গীত জগতে পা রাখেন বাম্বা বাক্য। রজনীকান্তের ‘২.০’ তে বাক্য প্রথম গান গেয়েছিলেন। একই বছর তিনি বিজয় সরকারের হয়ে এ আর রহমানের জন্য আবার গান করেন। তিনি এ আর রহমানের সার্বক্ষণিক সহযোগী ছিলেন। এছাড়া ব্যারিটোনের জন্য বিখ্যাত ছিলেন তিনি।
Leave a Reply