রঞ্জু সরকার
অভিনেতা ও কোরিওগ্রাফার গৌতম সাহা।ফ্যাশন কোরিওগ্রাফির পাশাপাশি নাটক, সিনেমায় সমানতালে কাজ করছেন। দেশের পাশাপাশি ওপার বাংলায় বেশ কিছু কাজ করেছেন। সম্প্রতি তার অভিনীত ‘আজকের শর্টকাট’ কলকাতায় মুক্তি পায়। এবার অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন গৌতম সাহা।
সম্প্রতি রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেন গৌতম। এসময় অপু-জয় চলচ্চিত্রের কর্ণধার অপু বিশ্বাস, পরিচালক বন্ধন বিশ্বাসসহ অনেকে উপস্থিত ছিলেন।
সম্প্রতি সিনেমাটি সরকারি অনুদান পেয়েছে ‘শাল শাড়ি’। অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে চলচ্চিত্রটি নির্মাণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন অপু। সিনেমাটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস। প্রযোজনার পাশাপাশি এতে অপু অভিনয়ও করবেন। এতে তার বিপরীতে চিত্রনায়ক সাইমন সাদিককে দেখা যাবে।
এছাড়া একটি সিনেমার কাজ তার হাতে রয়েছে। ‘এটা আমাদের গল্প’ সিনেমার কাহিনি রচনার পাশাপাশি পরিচালনা করেছেন কলকাতার অভিনেত্রী মানসী সিনহা। এর আগে গৌতম সাহা তন্ময় তানসেনের ‘রানআউট’ চলচ্চিত্রে অভিনয় করেন।বেশ কিছু নাটকেও দেখা গেছে তাকে।
Leave a Reply