ঢাকাই ছবির অমর নায়ক সালমান শাহ। তার মৃত্যুর পর থেকেই ভক্তরা এ নায়কের নামে এফডিসিতে একটি শুটিং ফ্লোর নামকরণের দাবি জানিয়ে আসছিলেন। কিছু যৌক্তিক কারণে সেটা অপূর্ণই রয়ে গেছে।
তবে রাজধানীর অদূরে গাজীপুরে সালমান শাহের আলোচিত ছবি ‘স্বপ্নের ঠিকানা’ নামে একটি শুটিং স্পটের নামকরণ করা হয়েছে। শুটিং স্পটটির মালিক রাশেদ খান। সালমান ভক্ত রাশেদ খানের দাবি, সালমান শাহ স্মরণে তিনি স্পটটির নাম ‘স্বপ্নের ঠিকানা’ রেখেছেন।
ক্ষণজন্মা এ নায়ককে হারানোর ২৪ বছর আজ। প্রিয় নায়ককে স্মরণে বিশেষ দোয়ার আয়োজন করেছেন ‘স্বপ্নের ঠিকানা’ শুটিং স্পটটির মালিক রাশেদ খান। তিনি বলেন, ‘আজ আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু বার্ষিকী। আমরা তার বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করে ‘স্বপ্নের ঠিকানা’ রিসোর্টে ২০ জন কোরআনে হাফেজ দ্বারা কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রিয় নায়ক সালমান শাহকে জান্নাত নসিব করেন।’
Leave a Reply