চিত্রনায়িকা শাহনূর। তার শুরুটা চলচ্চিত্র দিয়ে। ক্যারিয়ার গড়েছেন প্রশ্নহীন ভাবে। এখনও সে মাধ্যমে কাজ করছেন। তবে মাঝে মাঝে নাটকেও দেখা যায় তাকে। গত কয়েক বছর ধরে একক নাটকে বেশি দেখা যায়। তবে এবার একটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেন তিনি। নাটকের নাম ‘চিটার’। আপন হোসেন এর রচনায় নাটকটি পরিচালনা করেছেন তন্ময় পারভেজ।
এরইমধ্যে পূবাইলের একটি শুটিং বাড়িতে ধারাবাহিকটির প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন শাহনূর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শেষ কবে ধারাবাহিক নাটকে অভিনয় করেছি মনে নেই। তবে ইচ্ছে হয় নাটকে নিয়মিত অভিনয় করার। সে ক্ষেত্রে গল্প ও চরিত্র মানানসই হতে হবে। ‘চিটার’ নাটকের গল্প ও চরিত্রটি ভালো লেগেছে। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শক পছন্দ করবে।’
Leave a Reply