বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কাক্কার। আট বছরের ক্যারিয়ারে একের পর এক হিট গান দর্শক-শ্রোতাদের উপহার দিয়েছেন। তবে এটি শুধুমাত্র সম্ভব হয়েছে তার কঠোর পরিশ্রমের জন্যই। নেহা কাক্কার জীবনে এখন নতুন বসন্ত। প্রেমে পড়েছেন হাজারো তরুণের প্রিয় এ গায়িকা। দিন কয়েক আগে নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন সে কথা। প্রেমিক রোহণপ্রীত সিংহের সঙ্গে ছবি দিয়ে ভালোবেসে বলেছেন ‘তুমি আমার’। আদর করে নিজেদের নাম রেখেছেন ‘নেহুপ্রীত’। প্রেম শুরু কিভাবে সে বিষয়ে এখনও মুখ খোলেননি এই ‘লাভ বার্ডস’।
প্রেম তো হল। গতি বাড়িয়ে নেহা কি এবার বিয়ের দিকে এগোচ্ছেন? তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখলে তেমনটাই আভাস মিলছে। দুধে আলতা সালোয়ারে ‘দেশি গার্ল’ অবতারে নেহা হাসিমুখে ছবি পোস্ট করেছেন। ক্যাপশনের শেষে হ্যাসট্যাগ বলছে #নেহাদ্যবিয়া। যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় ‘নেহার বিয়ে। তবে কি এই বসন্তেই তবে প্রেমিকের গলায় মালা দিতে চলেছেন গায়িকা?
Leave a Reply