সুন্দরী, শিক্ষিতা আর স্মার্ট মেয়ে সামিনা বাশার। খুলনার এই মেয়ে পড়াশোনা করেছেন ভারতের চণ্ডিগড় ইউনিভার্সিটিতে। সেখান থেকে বিবিএ কমপ্লিট করে এসেছেন হাস্যোজ্জ্বল এই তরুণী। তিনি এখন বাংলাদেশী শোবিজের নিউ ট্যালেন্ট গ্ল্যামার গার্ল। বি ইউ শুভ পরিচালিত ‘প্রেম ও পরীর গল্প’ নামের একটি নাটকে প্রথম অভিনয় করে শোবিজে আসেন। এরপর বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। সামিনা বাশার অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায়। গৌতম সাহার কোরিওগ্রাফিতে ছবি তুলেছেন মোঃ ফাহিম ইসলাম দ্বীপ। পোশাক: আনজারা।
Leave a Reply