টিভি পর্দার রাজা মোশাররফ করিম। দীর্ঘ দিন ধরে তিনি তুমুল জনপ্রিয়তার সঙ্গে বোকা বাক্সের দুনিয়ায় কাজ করছেন। তুখোড় অভিনয়ে তিনি মন্ত্রমুগ্ধ করে রেখেছেন দর্শকদের। অন্যদিকে এ প্রজন্মের অভিনেত্রী কেয়া পায়েল। অল্প কিছু দিন হলো আত্মপ্রকাশ করেছেন। এরই মধ্যে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। অভিনয় করেছেন দেশের শীর্ষস্থানীয় তারকাদের সঙ্গে। মোশাররফ করিমের সঙ্গে পায়েল বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। এই জুটিকে দর্শকরাও ভালোবাসা দিয়েছে। সেই ধারাবাহিকতায় তারা আবারও জুটিবদ্ধ হয়েছেন। নাটকের নাম ‘মায়ার জালে’। ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত স্নেহাশিস ঘোষ এর রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন শাব্দিক শাহীন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, শর্মিলী আহমেদ, কেয়া পায়েল, সুজন হাবিব, এ.কে.আজাদ সেতু, আনোয়ার হোসেন, রেজা শাহীন সহ আরো অনেকে।
ক্রাউন এন্টারটেইনমেন্ট এর ডেপুটি সিইও তাজুল ইসলাম জানান, আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাভিশনে ক্রাউন এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় ক্রাউন ক্রিয়েশনস এর বাণিজ্যিক ব্যবস্থাপনায় রাত ৯:০৫ মিনিটে নাটকটি প্রচার হবে। এর মাধ্য দিয়ে বাংলা ভিশনে ক্রাউনের চাঙ্ক শুরু হচ্ছে। করোনার প্রকোপে মিডিয়ার দুঃসময়ে ক্রাউন এন্টারটেইনমেন্ট শুরু হতেই প্রতিনিয়ত নাটকে পৃষ্ঠপোষকতা করে খুব অল্প সময়ে বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে বেশ কিছু নাটক প্রচার করে সকলের নজর কেড়েছে এবং শিল্পী ও কলাকুশলীদের আস্থা অর্জন করে নেতৃত্ব দিতে শুরু করেছে। মিডিয়ার প্রতিষ্ঠিত পেশাদার প্রযোজকগণ যখন ব্যবসায়িক মন্দাজনিত কারণে নিজেদেরকে সংকুচিত করে নিয়েছে সেখানে ক্রাউন ক্রমান্বয়ে আরো বেশি সংখ্যক নাটক নির্মাণ ও প্রচারে এগিয়ে এসেছে।
Leave a Reply