প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক এর ব্যানারে প্রকাশ পাচ্ছে মিউজিক্যাল ফিল্ম ‘ব্যর্থ জীবন’। গানে কন্ঠ দিয়েছেন আসিফ আকবর ও তারান্নুম আফরীন। সৌমিত্র ঘোষ ইমনের ভিডিও পরিচালনায় মিউজিক্যাল ফিল্মটিতে অভিনয় করেছেন শুভ্র মেহরাজ, শাকিলা পারভীন এবং আশিকুজ্জামান অপু। অস্ট্রেলিয়া প্রবাসী বিজ্ঞানী তারান্নুম আফরীন শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর পাশাপাশি নিজের অফিশিয়াল চ্যানেলেও নিয়মিত গান করছে। সে ধারবাহিকতায় এবার তিনি হাজির হলেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের সঙ্গে। মিষ্টি এই গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল, সুর করেছেন নাজির মাহমুদ এবং সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।
ফিল্মি ঢঙে চিত্রায়িত মিউজিক ভিডিওটি বলে কয়ে বিদেশী চলচ্চিত্রের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। গান প্রসঙ্গে তারান্নুম আফরীন বলেন, ‘একেবারেই মিষ্টি একটা প্রেমের গান করলাম। আসিফ আকবরের সঙ্গে ডুয়েট। অবশ্যই শ্রোতা-দর্শকরা বিশেষ কিছু পাবেন।’ নতুন ভিডিও প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘তারান্নুম আফরীনের সঙ্গে এটাই আমার প্রথম গান। ভালো লেগেছে। ভিডিওটিও দর্শকদের কাছে ভালো লাগবে আশা করছি।’ গানটি আসছে ৪ ডিসেম্বর সাউন্ডটেকের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
Leave a Reply