দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর অবশেষে স্বাস্থ্যবিধি মেনে গত ১৬ অক্টোবর খুলেছে দেশের প্রেক্ষাগৃহ। সিনেমা হল খুললেও প্রথম দিনে মুক্তি পায় মানহীন একটি ছবি। সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হয়। এরপর আর নতুন ছবি মুক্তি পায়নি। কেউ ঝুঁকি নিয়ে নতুন ছবি মুক্তি দিতে সাহস করেননি। সবাই পরিস্থিতি বুঝে ছবি মুক্তির পরিকল্পনা জানিয়েছেন। এবার মনে হয় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বিজয়ের মাসে মুক্তি পেতে যাচ্ছে তারকাদের নতুন ছবি। ‘হল বাঁচাতে’ আসছে ‘বিশ্বসুন্দরী’। আগামী ১১ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছোটপর্দার গুণী নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ ছবিতে প্রথমবার দেখা যাবে পরীমনি-সিয়াম জুটিকে। এছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মুনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্ত সহ আরো অনেকে। পিকচার্স লিমিটেড প্রযোজিত চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’।
এই প্রযোজনা সংস্থার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু বলেন, বৈশ্বিক মহামারী করোনার প্রকোপ এখনো বিদ্যমান। তবে আমরা মনে করি, সিনেমা হল বাঁচিয়ে রাখার স্বার্থে এ মুহূর্তে সবাইকেই নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা এ সময়ে বড় বাজেটের ছবিটি মুক্তি দেয়ার সাহস করছি। আশা করছি অন্য প্রযোজকরাও এগিয়ে আসবেন। দর্শকদের উদ্দেশ্যে শুধু একটি অনুরোধই করবো-আপনারা স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হলে আসুন। যেসব প্রেক্ষাগৃহ স্বাস্থ্যবিধি মেনে সিনেমা প্রদর্শন করছে, শুধুমাত্র তাদেরকেই আমাদের ছবিটি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে আমরা নিজেরাও সর্বোচ্চ সতর্কতার সাথে পর্যবেক্ষণ করবো। ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। এ মাসেই মুক্তি পাবার কথা রয়েছে জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘প্রিয় কমলা’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি পরিচালনা করেন অভিনেতা, পরিচালক ও প্রযোজক শাহরিয়ার নাজিম জয়। আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাবে চিত্রতারকা শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’। অনন্য মামুন পরিচালিত এতে আরও অভিনয় করেছেন মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শাহেদ, আনোয়ার প্রমুখ। প্রথমবারের মতো শাকিব খানের ছবি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে।
আগামী ১৬ ডিসেম্বর জয়া আহসান বড় পর্দায় হাজির হচ্ছেন নতুন এক সিনেমা নিয়ে। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘নকশি কাঁথার জমিন’। আকরাম খান পরিচালিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তানভীর মোকাম্মেল নির্মিত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি চলতি ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে। এছাড়াও মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। এ ছবির মাধ্যমেই নায়িকা হয়ে রুপালি পর্দায় ফিরছেন এক সময়ের আলোচিত শিশুশিল্পী প্রার্থনা ফারিদ দীঘি। ছবিটি বিজয় দিবস উপলক্ষে ১১ ডিসেম্বর মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। ছবিতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন নবাগত শান্ত খান। ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ পরিচালনা করেছেন সেলিম খান। অনেকেই প্রত্যাশা করছেন, বিজয়ের মাসে ঘুরে দাঁড়াতে পারে চলচ্চিত্রশিল্প। নতুন ছবি মুক্তি পেলে আবারও সিনেমা হলে দর্শক ফিরে আসতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
Leave a Reply