শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন
Uncategorized

তৌকীরের নতুন ছবি ‘স্ফুলিঙ্গ’

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

আগেই নিজের সপ্তম ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তৌকীর আহমেদ। জানিয়েছিলেন, ছবির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করবেন পরীমনি ও জাকিয়া বারী মম। তবে ছবির নাম এবং আনুষাঙ্গিক নানা বিষয় ছিল অপ্রকাশিত। বুধবার (৯ ডিসেম্বর) রাজধানীর একটি ক্লাবে ছবির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে জানানো হয় ছবির নাম ‘স্ফুলিঙ্গ’। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’ ছবিটি প্রযোজনা করছে। ডিসেম্বর মাসের ১১ তারিখ থেকে ছবির দৃশ্যধারণের কাজ শুরু হবে। ছবিতে আরও অভিনয় করবেন মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবু, শ্যামল মাওলা, রওনক হাসানসহ আরও অনেকে।

ছবি সম্পর্কে তৌকীর আহমেদ বলেন, ‘অবশেষে আমার নতুন ছবির কাজ শুরু করতে পারছি। করোনা পরিস্থিতিতে আমাদের সবকিছু এদিক-সেদিক হয়ে গিয়েছিল। তবুও আমরা এরকম পরিস্থিতির মধ্যেও ছবির কাজ শুরু করতে যাচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে ছবির সব কাজ করব। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি ব্যান্ড দল ও তাদের সদস্যদের গল্পে নির্মিত হবে ছবিটি। এখানে পরীমনিকে দেখা যাবে গায়িকা হিসেবে। তার বিপরীতে থাকবেন শ্যামল মাওলা। জাকিয়া বারী মমকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ