মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন
Uncategorized

ইনস্টাগ্রামে ব্যর্থ হয়ে ইউটিউবে আসলেন শাকিব খান

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

চিত্রনায়ক শাকিব খান কিছু দিন আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেন। তবে শুরুতেই হোঁচট খান এ নায়ক। ছবি ও ভিডিও শেয়ারিংয়ের সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা ইনস্টাগ্রামে যুক্ত হওয়ার মাত্র তিন দিনে তাঁর অ্যাকাউন্ট সরিয়ে নেয় ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম। শাকিব খানের নামে আগে থেকেই প্রচুর ভুয়া অ্যাকাউন্ট ছিল ইনস্টাগ্রামে। অফিশিয়ালি যুক্ত হওয়ার পর তারা শাকিবের অ্যাকাউন্টকে ফেক (ভুয়া) দাবি করে রিপোর্ট করে। ফলে কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে শাকিবের অফিশিয়াল অ্যাকাউন্টটি সরিয়ে নেয়। ইনস্টাগ্রামে ব্যর্থ হয়ে এবার ইউটিউবে আসলেন শাকিব খান। খুলেছেন নিজের নামে ইউটিউব চ্যানেল। ব্যক্তিগত জীবন, বোধ ও কাজের খবর প্রকাশের প্রত্যয় নিয়ে নতুন ভেঞ্চারে নেমেছেন এই তারকা।

এর প্রথম কনটেন্ট হিসেবে শনিবার (১২ ডিসেম্বর) দুপুর প্রকাশ করেন একটি ভিডিও বার্তা। যেখানে তার সাম্প্রতিক শুটিংয়ের কিছু দৃশ্যের পাশাপাশি স্থান পেয়েছে নিজের কথোপকথন। মূলত এটি তৈরি হলো মুক্তি প্রতীক্ষিত ‘নবাব এলএলবি’ ছবিকে ঘিরে। যাতে তিনি ভক্তদের উদ্দেশ্যে কথা বলেন ছবিটির গল্প নিয়ে। ছবিটি কেন দেখা দরকার সেটিও তুলে ধরেন। তিনি জানান, সিনেমা ও দেশের ভালোর জন্য তার অব্যাহত চেষ্টার কথা। বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর ওটিটি প্লাটফর্মে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আজ রবিবার শাকিব খানের ডাবিং দিয়ে শেষ হয় ছবির কাজ। এ ছবি দিয়ে প্রথমবারের মতো অনলাইনে মুক্তি পেতে যাচ্ছে শাকিবের ছবি। শাকিব খানের অন্য ইউটিউব চ্যানেলের নাম এসকে ফিল্মস। যেখানে তার প্রযোজনা প্রতিষ্ঠানের কনটেন্ট আপলোড করা হয়। এর বাইরে তার দ্বিতীয় এবং ‘স্বনামে’ খোলা একমাত্র চ্যানেলটির অভিষেক হলো শনিবার। এর বাইরে অন্য কোনও চ্যানেলের সঙ্গে সম্পর্ক নেই ঢাকাই নবাবের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ