রোমান্টিক প্রেমের গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দুষ্টু মিষ্টি প্রেমের গল্প’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এস কে শানু, সামিহা আক্তার স্বর্ণালী, মুকুল জামিল প্রমুখ। মাহবুব সুমন এর গল্পে পরিচালনা করেছেন রাহাত বাপ্পি। সঙ্গীত আয়োজন করেছেন উসায়েদ আহমেদ প্রতীক ও এন এইচ শিহান। এতে ‘অনেক ভালোবাসি’ শিরোনামের একটি গান রয়েছে যার কথা, সুর ও গেয়েছেন এস কে শানু নিজেই।
এ প্রসঙ্গে শানু বলেন, এক কথায় ভিন্নধর্মী একটি আয়োজন। উসায়েদ আহমেদ প্রতীক এর প্রযোজনায় এই ধরনের একটি ভিন্ন প্রকৃতির আয়োজন হয়েছে। প্রো মাল্টিমিডিয়া ৪০ জনের একটি টিম যত্ন সহকারে কাজ করেছেন। গল্পে তুলে ধরা হয়েছে প্রেমের গল্প। নতুন বছরে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রো মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পাবে।
Leave a Reply