গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। জানা গেছে, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর শুটিংয়ে অভিনেতা মুসৌরিতে ছিলেন। আচমকাই ধরা পরে অভিনেতার পেটের সংক্রমণ। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় শুটিং। ছবির পরিচালক বিবেক গণমাধ্যমকে জানিয়েছেন, মুসৌরিতে একটি বড় দৃশ্যের শুট চলছিল। কাজে যাতে কোনও ব্যাঘাত না ঘটে তার জন্য অসুস্থ অবস্থাতেই শুটিং চালিয়ে যাচ্ছিলেন মহাগুরু। যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না এই অভিনেতা। তবুও তিনি একটার পর একটা দৃশ্যে নিখুঁত শট দিচ্ছিলেন।
তিনি বলেন, একবারের জন্যও বোঝা যাচ্ছিল না, তিনি অসুস্থ। উল্টো সমানে জানতে চাইছিলেন, কাজে কোনও সমস্যা বা খামতি থাকছে না তো? পরিচালকের অকপট স্বীকারোক্তি, এই প্রজন্মের কোনও অভিনেতার মধ্যে কাজের প্রতি এত নিষ্ঠা, ভালবাসা দেখেননি তিনি। মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা যে কোনও ছবির সম্পদ।
Leave a Reply