মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন
Uncategorized

স্মৃতিতে বন্ধুত্ব

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

বন্ধু জীবন চরিত্রের অদ্ভুত এক বন্ধন। যে বন্ধনে নেই কাটা তারের সীমানা প্রচীর। ভালোবাসা, আবেগ, অনুভূতি, দুষ্টুমি, খুনসুটি ও মান-অভিমানের পালাবদলের অপূর্ব এক সংযোজন এ বন্ধুত্ব। বর্ণমালার স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের শব্দ সেতুতে হৃৎপিণ্ড জুড়ে বন্ধু যেন হাত ঘুড়ির পুরোটা সময়। কলম-কালির অদ্ভুত এক মাখা মাখিতে বন্ধুত্বের সম্পর্ক। বর্ণের সাথে বর্ণের নাম যে বন্ধুত্ব। এ এমন অনুভূতি যে অস্বিস্তকে মূল্যবান করে তুলে ভীষণ রকম। বন্ধু মানে আমি, বন্ধু মানে তুই। বন্ধু মানে তো নিঃশ্বাসে বিশ্বাসে অদ্ভুত এক বন্ধন। তেমনই কয়েকজন বন্ধু ৩৩ বছর পর একত্র হয়েছেন। নারায়ণগঞ্জ হাই স্কুলের ৮৭ ব্যাচের বেশ কয়েক জন বন্ধু দীর্ঘ ৩৩ বছর পর গতকাল শুক্রবার একত্র হয়েছেন।

এ প্রসঙ্গে ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, ‘বন্ধুত্ব এমন একটি শব্দ যা কখনো পর হয় না। বন্ধু মানে আত্নার সম্পর্ক। দীর্ঘ ৩৩ বছর পর আমরা একত্র হয়েছি। এ যে কি আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না অপূর্ব এক মুহূর্ত। গতকাল এক আনন্দময় সময় কেটেছে। ক্রেস্ট প্রদান, নাচ, গান করেছি। দিনটি স্মরণীয় হয়ে থাকবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ