শিশুশিল্পী নব্য। বাবা নাট্যনির্মাতা সোহেল তালুকদার। নব্য বাবার পথেই হাটছেন। তবে নির্মাতা হিসেবে নয় অভিনয়শিল্পী হিসেবে নাম লিখিয়েছেন। এরইমধ্যে নব্য বেশ কয়েকটি নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন। নব্য অভিনীত প্রচার চলতি ধারাবাহিক একুশে টেলিভিশনে সোহেল তালুকদার পরিচালিত ‘ভ্যাজাইল্লা গ্রাম’, জাহাঙ্গীর আলম সুমন এর ‘ডিবি’ নাটক ‘হাজার রকম ভালোবাসা’। নব্য এবার Virgo পোষাকের মডেল হয়েছেন।
নব্য বলেন, পড়ালেখার পাশাপাশি নাটকে কাজ করবো। একজন অভিনেতা হিসেবে নিজেকে তৈরির লক্ষে এগিয়ে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
Leave a Reply