ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। বছর জুড়ে নাটক নিয়েই ব্যস্ত থাকেন তিনি। সস্প্রতি একটি একক নাটকে অভিনয় করেছেন অপর্ণা। মানস পালের রচনায় গোলাম হাবিব লিটু চ্যানেল আইয়ের জন্য পরিচালনা করেছেন ভিন্নধারার গল্পে টেলিফিল্ম ‘প্রবাসীর বউ’। এই টেলিফিল্মে প্রবাসীর বউ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। এখানে তাকে দেখা যাবে ধার দেনা করে স্বামীকে বিদেশে পাঠিয়ে দুঃখে জর্জরিত এক জীবন কাটাচ্ছেন তিনি।
এ টেলিফিল্মে আরো অভিনয় করেছেন টুটুল চৌধুরী, শিরিন আলম, জীনব রায়, রেজমীল সেতু, শফিক খান দিলু। আজ (৩০ ডিসেম্বর) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে ‘প্রবাসীর বউ’ নামের টেলিফিল্মটি। এ প্রসঙ্গে অপর্ণা বলেন, প্রবাসীদের জীবন-যাপন নিয়ে নাটকের গল্প। এখানে দর্শক একটি বার্তা পাবে। আশা করছি নাটকটি দর্শক পছন্দ করবে।
Leave a Reply