চলচ্চিত্রের সংকটকাল। প্রতি বছরই সিনেমা নির্মাণের সংখ্যা কমে আসছে। ২০১৯ সালের তুলনায় ২০২০-এ এর সংখ্যা কমে দিগুন দাড়িয়েছে। মার্চে আসা করোনা ভাইরাস ঢাকাই চলচ্চিত্রকে পঙ্কু করে দেয়! দিন দিন সিনেমা নির্মাণের সংখ্যা কমে আসায় অনেকেই বেকার হয়ে বসে আছেন। কেউবা ভিন্ন পেশা বেছে নিয়েছেন। হাতে সিনেমার কাজ না থাকায় কৃষি কাজ করছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কোবরা। টেকনাফের বাহারছড়ায় গ্রামের বাড়িতে বাগান পরিচর্যাসহ কৃষি কাজ করে সময় কাটাচ্ছেন এ খল-অভিনেতা।
ইলিয়াস কোবরা বলেন, ‘কয়েক বছর ধরে সিনেমা নির্মাণ কমে গেছে। সিনেমা না থাকায় এরইমধ্যে অনেক সিনেমা হলও বন্ধ হয়ে গেছে। এখন তো সিনেমাই নির্মাণ হচ্ছে না। কাজ কমে যাওয়ায় সিনেমার জন্য এখন খুব বেশি ডাক আসে না। ছবির সঙ্কটের জন্য তো হলও একে একে বন্ধ হয়ে যাচ্ছে। তার উপর করোনা ভইরাস। তাই বাহারছড়ায় পেপের বাগান পরিচর্যা করছি। বলতে পারেন কৃষি কাজ করছি। এর ফাঁকে সিনেমার জন্য ডাক পড়লে ঢাকায় ছুটে যাই।’
উল্লেখ্য, ১৯৮৭ সালে সোহেল রানা পরিচালিত ‘মারুক শাহ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে ইলিয়াস কোবরার অভিষেক ঘটে। চলচ্চিত্রে আসার আগে তিনি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্র চালাতেন। তিনি প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
Leave a Reply