চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নিজের পরিশ্রম এবং অভিনয় দক্ষতা দিয়ে সমান তালে এগিয়ে যাচ্ছেন তিনি। শুধু এবার বাংলায় নয় নিজেকে মেলে ধরেছেন ওপার বাংলায়ও। এই অভিনেত্রীর আরো একটি পরিচয় রয়েছে সঙ্গীতশিল্পী হিসেবে। গত বছর আক্রান্ত হয়েছিলেন করোনা ভাইরাসে। করোনা থেকে সুস্থ হয়ে ফিরেছেন কাজে। এরইমধ্যে বেশ কয়েকটি বড় ইভেন্ট করেছেন তিনি। কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তিনি আশা করছেন, এ বছরটি বেশ ব্যস্ততার মধ্য দিয়ে যাবে।
নুসরাত ফারিয়া বলেন, বছরটি বেশ ব্যস্ততার মধ্য দিয়ে যাবে। এখন ছয়টি সিনেমা এবং একটি ওয়েব ফিল্ম হাতে আছে। তাই বছরটি ব্যস্ততা দিয়ে শুরু হয়েছে। এখন দেখা যাক সামনে কী হয়। হাতে থাকা কাজগুলো হচ্ছে- অপারেশন সুন্দরবন, ঢাকা ২০৪০, ভয়, পাতালঘর, বিবাহ অভিযান-২, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক এবং ওয়েব ফিল্ম যদি কিন্তু তবুও। ফারিয়া বলেন, আগামীকাল (১১ তারিখ) থেকে ওয়েব ফিল্মের শুটিংয়ে আউটডোরে যাবো। শুটিং শেষ করে দুবাই যাবো। দুবাই থেকে এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শুটিংয়ের জন্য ভারত যাবো।
ওয়েব সিরিজে কাজ নিয়ে জানতে চাইলে নুসরাত বলেন, আমি এমনিতেই সিনেমা নিয়ে ব্যস্ত থাকি। তাছাড়া আমি গল্প নির্ধারণের বিষয়েও একটু খুঁতখুঁতে। তাই ওয়েবের কাজ একটু কম করা হচ্ছে। তবে গল্প পছন্দ হলে আমি কাজ করি। এখন দেশে ওটিটিতে বেশ ভালো কাজ হচ্ছে। তাই আশা করা যায় দেশে ওটিটির ভবিষ্যৎ ভালো হবে।
২০১৮ সালে প্রকাশ পায় গায়িকা নুসরাত ফারিয়ার ‘পটাকা’ শিরোনামের মিউজিক ভিডিও। এখন পর্যন্ত ভিডিওটি ইউটিউবে দেখা হয়েছে ৭৩ লাখেরও বেশিবার। এরপর গত ১৩ অক্টোবর প্রকাশ পায় আরো একটি মিউজিক ভিডিও ‘আমি চাই থাকতে’। ইউটিউবে এটি ৬৪ লাখেরও বেশিবার দেখা হয়েছে। এছাড়া গত বছর ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের জন্য ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’ শিরোনামে আরেকটি গান গেয়েছিলেন।
Leave a Reply