ঢাকাই সিনেমার সফল প্রযোজক-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বিয়ে করেছেন। পাত্রী চিত্রনায়িকা মৌ খান। এমন শিরোনাম দেখে পাঠক নিশ্চয়ই অবাক হয়েছেন। তবে এটি বাস্তবে নয় ‘মানুষ কেন অমানুষ’ সিনেমায় এমনটি দেখা যাবে।
ছবিটি পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। বর্তমানে সাভারে ডিপজলের বাড়িতে ছবিটির দৃশ্য ধারন চলছে। সোমবার (১৮ জানুয়ারি) এই বিয়ের দৃশ্য ধারণের শুটিং হয়। ডিপজল-মৌয়ের বিয়ের দৃশ্যের কিছু স্থিরচিত্র নায়িকা নিজের ফেসবুকে পোস্ট করেছেন।
বিয়ে প্রসঙ্গে মৌ খান বলেন, ছবিটি ত্রিভুজ প্রেমের গল্পের। ঘটনার এক পর্যায়ে ডিপজল ভাইয়ের সঙ্গে আমার ভালোবাসা ও বিয়ে হয়। ছবির গল্পটাই ভিন্ন। ডিপজল ভাইয়ের সঙ্গে বয়সের যে ব্যবধান এটা মোটেও দর্শকের খারাপ লাগবে না। আমি নিজেই ইমপ্রেস গল্প শুনে। ভালোবাসা তো বয়স দিয়ে হয় না। বয়স আসলে ফ্যাক্টর না। আমরা প্রতিবেশী দেশসহ বাইরের দেশের অনেক ছবির উদাহরণ দিতে পারি। তবে কোনো এক অজানা কারণে আমাদের দেশে এ ধরনের গল্পের ছবি হয় না।’ গত ১৫ জানুয়ারি থেকে সাভারে ‘মানুষ কেন অমানুষ’ ছবির শুটিং শুরু হয়েছে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। এ ছবিতে আরও অভিনয় করছেন জয় চৌধুরী, বড়দা মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সৌদাগর, কিরন কুমার, সেলিমসহ অনেকে।
Leave a Reply