জনপ্রিয় মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মীম ছোটপর্দায় অভিনয় নেই অনেক দিন ধরেই। তবে মাঝে বড়পর্দার জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। নতুন বছরে মীম এখনও শূটিং শুরু না করলেও প্রস্তুতি নিচ্ছেন ফেরার। সদ্য শেষ করেছেন ‘দামাল’ ছবির কাজ। স্বাধীন বাংলা ফুটবল দলকে নিয়ে রায়হান রাফি নির্মাণ করছেন সিনেমাটি। ছবিটির শুটিং শুরু হয়েছে গত ২৫ নভেম্বর সৈয়দপুরের পার্বতীপুর এলাকায়। প্রথম দিনই শূটিংয়ে অংশ নিয়েছিলেন মীম। নতুন বছরের কর্ম পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, বেশ কয়েকটি ওয়েব চলচ্চিত্রের গল্প হাতে পেয়েছি সেগুলো পড়ছি। নতুন বছর এখনও কাজ শুরু করেনি। মাঝে একটু অসুস্থ ছিলাম তবে এখন ভালো আছি। শীঘ্রই কাজ শুরু করব। এরইমধ্যে ‘দামাল’ ছবির আমার অংশের কাজ শেষ করেছি। আমার আর একদিনের কাজ বাকি আছে যা চলতি মাসের শেষের দিকে হওয়ার কথা রয়েছে।
করোনাকালে শূটিং অভিজ্ঞতা? ঢাকার বাহিরে শূটিং হয়েছে সবাই নিয়মনীতি মেনেই কাজ করেছে। তাছাড়া গ্রামে লোকসংখ্যা অনেকটা কম। ইউনিটের সবাই চেষ্টা করেছেন স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে। চরিত্র নিয়ে এখনই বলতে বারং আছে। তবে মুক্তিযুদ্ধের সময়কার প্রতিবাদী এক তরুণীর চরিত্রে অভিনয় করেছি বাকিটা জানতে হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে। মুক্তির অপেক্ষায় আছে মীম অভিনীত ‘ইত্তেফাক’ ও ‘পরাণ’ ছবি দুটি। সব কিছু ঠিক থাকলে চলতি বছরই মুক্তি পাবে। ছোটপর্দায় মীমের দীর্ঘ দিনের পর্দা বিরতি। মাঝে একটি কাজ করেছিলেন। তবে আপাতত নাটকে তার না। সিনেমা নিয়েই ভাবছেন তিনি। মাঝে কয়েকটি ছবির প্রস্তাব এসেছিল তবে সেই গল্পগুলো পছন্দ নয় তার। গল্প ভিত্তিক কাজে আগ্রহী তিনি। আমাদের দেশে ওটিটির জন্য কাজ বেড়েছে। এ মাধ্যম নিয়ে আলোচনা-সমালোচানা দুটিই আছে। এর কেমন সম্ভাবনা দেখছেন? খুবই ভালো সম্ভাবনা দেখছি। এটি সময়ের দাবি। ওটিটিতে দর্শক আগ্রহী আছেন। মীম মনে করেন কাজ করতে গেলে আলোচনা-সমালোচনা থাকবেই। তবে থেমে থাকা যাবে না। নতুন ভাবনায় এগিয়ে যেতে হবে।
Leave a Reply