সরকার মিডিয়ার ব্যানারে এবার ভিন্ন ধর্মী গল্প নিয়ে নির্মিত হচ্ছে একক নাটক ‘লখাই’। সরকার মিডিয়ার কর্ণধার সুমন সরকার বলেন, এর আগেও আমার প্রতিষ্ঠান থেকে লিটু করিমকে দিয়ে ‘শূন্য ঠিকানায়’ ও ‘বিষফল’ নামে দুটি নাটক বানিয়েছি। নাটক দুটি প্রচার হয়েছে মাছরাঙা টেলিভিশনে। নাটক দুটি দর্শক প্রিয়তা পেয়েছে। লিটু করিমের রচনা ও পরিচালনায় এবার নির্মিত হতে যাচ্ছে নাটক ‘লখাই’। অভিনয় করছেন মাসুম আজিজ, শতাব্দী ওয়াদুদ, নাদিয়া আহমেদ, তানিয়া ঋতু, তাজ উদ্দিন তাজু, শাহিন সিকদার, রাজিব হাসান ও জুঁই।
পরিচালক বলেন, ফরিদপুরের বিভিন্ন লোকেশনে নাটকটির নির্মাণ কাজ শুরু হবে আগামী মাসের মাঝামাঝি। আমি আশাবাদী ‘লখাই’ দেখে দর্শক হতাশ হবেন না। দর্শক তাদের চারপাশের চেনা চরিত্র গুলোকেই দেখতে পাবেন এ নাটকে। তবে গল্পটা এখনই বলতে চাই না চমক থাক।
Leave a Reply