জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক এস আই টুটুল। দীর্ঘ দুই বছর ধরে সিনেমার গান থেকে দূরে ছিলেন তিনি। কারণ হিসেবে জানা যায় সেভাবে নতুন চলচ্চিত্র নির্মাণ না হওয়ার দূরে ছিলেন তিনি। সম্প্রতি বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ সিনেমার একটি গানে কন্ঠ দিয়েছেন তিনি। তার সঙ্গে কন্ঠ দিয়েছেন নকশী তাবাসসুম। কবির বকুলের লেখা ও মুরাদ নূরের সুরে কন্ঠ দিয়েছেন তারা। গত বৃহস্পতিবার মগবাজারের একটি স্টুডিওতে গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
গানটি প্রসঙ্গে এস আই টুটুল বলেন, বদিউল আলম খোকন ও শাকিব খান জুটির একটি আলোচিত সিনেমা হতে যাচ্ছে ‘আগুন’। কবির বকুল ও মুরাদ নূর সময়োপযোগী একটি রিদমিক গান বেঁধেছেন। আমি এই গানটি গেয়ে অনুভব করছি অনেকদিন পর সিনেমাপ্রেমীরা একটি মিষ্টি-রোমান্টিক গান পেতে যাচ্ছেন।
Leave a Reply