মহামারি করোনায় বিশেষ ব্যবস্থায় বিশ্বের বিভিন্ন দেশে প্রেক্ষাগৃহ চালু করা হয়েছিল। যার অন্যতম শর্ত ছিল, ৫০ শতাংশ বা তারও বেশি আসন ফাঁকা রাখতে হবে। তবে এবার সে নিয়ম তুলে দিলো ভারত। সরকারের নতুন নির্দেশ অনুসারে ১ ফেব্রুয়ারি থেকে দেশের সমস্ত সিনেমা হলে ১০০ শতাংশ দর্শকাসন ভর্তি করার নির্দেশ দিয়েছেন। আসন নিয়ে আর কোনও বিধি নিষেধ থাকছে না। করোনাক্রান্ত হওয়ার পর ভারতই প্রথম দেশ, যারা রাষ্ট্রীয়ভাবে প্রেক্ষাগৃহের সব সিট ব্যবহারের অনুমোদন দিলো।
ভারতীয় গণমাধ্যম জানায়, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শনিবার এই নির্দেশ দিয়েছে। নির্দেশনায় বলা হয়, যে কোনও সিনেমা হল, থিয়েটার ও মাল্টিপ্লেক্সে ১০০ শতাংশ দর্শকাসন পূর্ণ করা যাবে। গত বছরের মার্চে ভারতে করোনা রোগী পাওয়া গেলে লকডাউন ঘোষণা করা হয়েছিল। সেসময়ই বন্ধ করে দেওয়া হয় সমস্ত প্রেক্ষাগৃহ। এরপর অক্টোবর মাসে বিশেষ ব্যবস্থায় সিনেমা হল খোলা হয়। এবার ফেব্রুয়ারি থেকে সেই নীতিও শিথিল করা হলো। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
Leave a Reply