চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) ফিল্ম ক্লাবের নির্বাচন। দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিএফডিসিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা, পরিবেশক-প্রদর্শক আতিকুর রহমান লিটন। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করে থাকেন। ওমর সানীর নেতৃত্বে প্যানেলে সদস্য হিসেবে নির্বাচন করছেন মাহমুদুল হক পলাশ, নজরুল রাজ, সৈয়দ রাফিউদ্দিন সেলিম, ইঞ্জি. এম এ জাহান, শ্রী অজিত রায় নন্দী, মো. আবদুল্লাহ্ জেয়াদ, জাহিদ হোসেন, মোজাহারুল ইসলাম ওবায়েদ, এম এ কামাল, জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর।
অন্যদিকে আতিকুর রহমান লিটনের নেতৃত্বে প্যানেলে থাকছেন জসিম আহম্মেদ, অপূর্ব রায়, সারোয়ার আলী ভূইয়া দিপু, আসিকুর রহমান নাদিম, আজিজ আহমেদ পাপ্পু, শাহ মো. আলমগীর বাচ্চু, আনোয়ার হোসেন আনু, আকতার হোসেন, কবির হোসেন, মো. মনিউরুজ্জামান। এ প্রসঙ্গে আতিকুর রহমান লিটন বলেন, আমাকে নির্বাচিত করলে ফিল্ম ক্লাবের জন্য নিজস্ব ভবন করতে ২ কাটা জায়গা করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমাকে একটা সুযোগ দেন মুখে নয় কাজে প্রমাণ দেব। ঐতিহ্যবাহী ফিল্ম ক্লাবের অস্তিত্ব রক্ষা ও উন্নয়ন সাধনই আমাদের অঙ্গীকার।
Leave a Reply