প্রথমবারের মতো একটি দ্বৈত গান নিয়ে আসছেন সংগীতশিল্পী শান ও লুইপা। গানটির শিরোনাম ‘শোনো মেয়ে’। কন্ঠ দেবার পাশাপাশি এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শান। এটি লিখেছেন এন আই বুলবুল। ভালোবাসা দিবসে গানটি শানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হবে। গান প্রসঙ্গে শান বলেন, ভালোবাসা দিবসে শ্রোতারা যে ধরনের গান শুনতে পছন্দ করেন এটি তেমন কথার গান। মিষ্টি কিছু কথা আছে এই গানে। আমি সুরেও চেষ্টা করেছি নতুনত্ব রাখার জন্য।
লুইপা বলেন, চলতি বছরে নিয়মিত গান করার পরিকল্পনা আছে। সে ধারাবাহিকতা থেকে ভালোবাসা দিবসে এই গানটি প্রকাশ হবে। গানটির সুর শ্রোতাদের মনে দাগ কাটবে। এদিকে শান নিজের গানের বাইরে বিভিন্ন শিল্পীর জন্যও নিয়মিত সুর ও সংগীত পরিচালনা করছেন বলে জানান। এছাড়া সস্প্রতি লুইপার ‘বুনো বৃষ্টি’ শিরোনামের আরো একটি গান প্রকাশ হয়েছে। এটির জন্য শ্রোতাদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন বলেও জানান।
Leave a Reply