ভালোবাসা দিবস উপলক্ষে আজ শনিবার সন্ধ্যা ৬টায় (১৩ ফেব্রুয়ারি) ‘ইসরাত জাহান জুঁই’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে ‘প্রিয় তুই আমার’ শিরোনামের গানের মিউজিক ভিডিও। মিনার মাহমুদের কথায় গানটি গেয়েছেন এ প্রজন্মের দর্শকপ্রিয় সংগীতশিল্পী ইসরাত জাহান জুঁই। গানটির সংগীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ। এতে মডেল হয়েছেন অভিনেতা নজরুল রাজ ও শিল্পী জুঁই নিজেই। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আশিক মাহমুদ।
এ প্রসঙ্গে জুঁই বলেন, ‘ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পাচ্ছে ‘প্রিয় তুই আমার’। সব সময় চেষ্টা করি দর্শকদের নতুন কিছু দেওয়ার। এবারও তার ব্যতিক্রম হয়নি। আশা করছি নতুন গানটি দর্শক গ্রহণ করবে।’ নজরুল রাজ বলেন, ‘জুঁইয়ের গায়কী চমৎকার। আমি চেষ্টা করেছি কাজটি ভালো ভাবে ফুটিয়ে তুলতে। আশা করছি দর্শক পছন্দ করবে।’
‘বুঝলা না’, ‘পোষা পাখি’, ‘জীবন মানে যন্ত্রণা’, ‘বিধি’, ‘কী জাদু’, ‘চান্দের আলো’ ‘মিরপুর এক্সপ্রেস’, ‘কলিজা ভুনা’, ‘পান চাইলাম পান দিলে না’, ‘আমরা প্রেম করিলাম দুজনে’ সহ বেশ কিছু গান গেয়ে দর্শক-শ্রোতার মনে ভালো লাগার জায়গা করে নিয়েছেন ইশরাত জাহান জুঁই।
Leave a Reply