দর্শকপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ড্যানি রাজ। ‘সোনিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি রুপালি জগতে পা রাখেন। এরপর একে একে অসংখ্যা সুপার ডুপার চলচ্চিত্রে খল চরিত্রে তিনি অভিনয় করেছেন। বেশ লম্বা সময় ধরে পর্দায় নেই এই খল অভিনেতা। সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ‘আগুনে পোড়া কান্না’ ছবির শুটিংয়ে। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। ড্যানি রাজের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি শাকিবের সাথে ‘ঢাকা টু বোম্বে’। তারপর থেকে অনিয়মিত তিনি। নতুন খবর হচ্ছে দীর্ঘ বিরতি শেষে অভিনয় ফিরেছেন ড্যানি রাজ। সম্প্রতি নতুন একটি সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। নাম ‘বাহু বীর’। ছবিটি পরিচালনা করছেন শেখ শামীম। এরই মধ্যে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। ছবিতে নায়ক-নায়িকার ভূমিকায় রয়েছেন মার্শাল জনি ও দীপাশা। আরও অভিনয় করছেন কান্তানুর, ফারিয়া, ইয়াসিন হীরা, আলম, নিরঞ্জন প্রমুখ।
এ প্রসঙ্গে ড্যানি রাজ বলেন, ‘নতুন স্বাভাবিক অবস্থায় শুটিংয়ে ফিরতে পেরে বেশ ভালো লাগছে। করোনার কারণে দীর্ঘ দিন ঘরবন্দী ছিলাম। শুটিংয়ে ফিরে চেনা জানা অনেকের সাথে দেখা হচ্ছে তাছাড়া কাজহীন ভালো কাটছিল না। অবশেষে কাজে ফিরতে পেরে ভালো লাগছে। নতুন ছবিতে দর্শক আমাকে পর্দায় নতুন একটি চরিত্রে দেখতে পাবে। আশা করছি দর্শক ছবিটি গ্রহণ করবে এবং ছবিটি মুক্তি পেলে সবাই সিনেমা হলে গিয়ে উপভোগ করবে।’
Leave a Reply