ভালোবাসা দিবস উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি জি-সিরিজ এর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসানের গাওয়া ‘পরকাল’ শিরোনামের গানের লিরিক্যাল ভিডিও। সৈয়দ আব্দুল মালিকের কথায় ফাজবীর তাজ এর সুরে গানটির সংগীত আয়োজন করেছেন রানা আকন্দ। অল্প দিনের ব্যবধানে দর্শকমহলে গানটি বেশ সাড়া ফেলেছে।
এ প্রসঙ্গে প্রতীক হাসান বলেন, ‘অসংখ্য ধন্যবাদ বাংলা গানের দর্শকদের। গানটি তাদের ভালো লেগেছে যেনে বেশ ভালো লাগছে।’ সুরকার ফাজবীর তাজ বলেন, ‘গানটি দর্শকদের ভালো লাগবে বিশ্বাস ছিল তবে এতোটা সাড়া পাবে কল্পনাও করতে পারিনি। গানের কথাগুলো চমৎকার। আর প্রতীক ভাইও দারুণ গেয়েছেন।’
Leave a Reply