এক যুগ আগের সেই ছোট্ট দীঘি এখন আর ছোট্ট নেই। এরই মধ্যে কাজ করেছেন চলচ্চিত্রেও। সম্প্রতি এক সঙ্গে পাঁচটি সিনেমা থেকে বাদ পড়ে সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। মাঝে চাউর হয় ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম করছেন দীঘি। যদিও প্রেমের বিষয় এখনও পরিস্কার হয়নি। এতো পুরান খবর। নতুন খবর হচ্ছে জোড়া ছবি দিয়ে অভিষেক হতে যাচ্ছেন দীঘি। তাকে নিয়ে অনেক আশা, সবাই চেয়েছিলেন শুরুটা হবে বড়তারকা দিয়ে। সিনেমায় নাম লেখালেন ঠিকই তবে তার নায়ক হিসেবে আছেন নবাগত শান্ত খান ও আসিফ ইমরোজ। যদিও আসিফ কয়েকটি কাজ করেছে তবে দর্শক মহলে এখনও অচেনা।
দীঘিও চেয়েছিলেন শাকিব খানের মতো বড় তারকার হাত ধরে বুবলীর মতো অভিষেক হবেন। তবে তার ভাগ্য সহায় হলো না। আসছে ১২ মার্চ জোড়া ছবি দিয়ে অভিষেক হবেন চলচ্চিত্রে। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ ও শাপলা মিডিয়ার ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমা দুটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। যদিও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটি এখনও সেন্সর ছাড়পত্র পায়নি। তার আগেই মুক্তির তারিখ ঘোষণা করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দুটির পোষ্টার প্রকাশ পেয়েছে। তবে ‘তুমি আছো তুমি নেই’ ছবির পোষ্টারে হতাশ হয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই।
পোস্টার নিয়ে সামজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা রকম সমালোচনা। নায়িকা হিসেবে দীঘির প্রথম ছবি মুক্তি পেতে যাচ্ছে কিন্তু ছবির পোস্টার দেখেই হতাশ সবাই। ডিজিটাল এই সময়ে এসে এ ধরনের পোস্টার দর্শকদের হতাশ করেছে। শুধু তাই নয় নায়িকা হিসেবে দীঘির অভিষেকও প্রশ্নবিদ্ধ করছে। আবার অনেকেই পোস্টার দেখেই ছবির মান নিয়েও প্রশ্ন তুলেছেন। এমন পোষ্টারে হতাশ দীঘিও। সব আলোচনা-সমালোচনা পেছনে ফেলে এখন দেখার বিষয় সেই ছোট্ট দীঘি অভিনয় দিয়ে কতটুকু মন জয় করে নিতে পারেন চলচ্চিত্র প্রেমীদের। তার ক্যারিয়ার কোন দিকে সেটিই দেখার অপেক্ষায় সবাই।
Leave a Reply