জমজমাট ডেস্ক
ভারতীয় অভিনেত্রী কণকলতা দীর্ঘদিন অসুস্থ থাকার পর আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
গতকাল সোমবার (৬ মে) তিরুবনন্তপুরমে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন কণকলতা। জানা গেছে, গত কয়েক বছর ধরে (২০২১ সাল থেকে) ডিমেনশিয়া এবং পারকিনসন্স রোগে ভুগছিলেন তিনি।
কণকলতা সিনেমা ছাড়াও টেলিভিশন সিরিয়ালে অভিনয় করে দর্শকপ্রিয়াতা লাভ করেন। কোল্লাম জেলার ওচিরাতে জন্মগ্রহণ করেন মালয়ালাম সিনেমার এ খ্যাতিমান অভিনেত্রী। মালয়ালম এবং তামিল ভাষায় ৩০০টিরও বেশি সিনেমা এবং বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন সিরিয়ালে কাজ করেছেন।
ছোটবেলায় মঞ্চে অভিনয় দিয়েই কণকলতার হাতেখড়ি। আর স্টেজই ছিল তার পরিবারের আয়ের উৎস। শৈশবে খুবই আর্থিক অনটনের মধ্যে দিয়ে জীবন কাটিয়েছেন তিনি।
Leave a Reply