চিত্রনায়ক জয় চৌধুরী। বেশ কয়েকটি সিনেমা নিয়ে তার ব্যস্ততা। বর্তমানে শুটিং করছেন শাপলা মিডিয়া প্রযোজিত ‘এক পশলা বৃষ্টি’ সিনেমার। ছবিটি পরিচালনা করছেন জাফর আল মামুন। গত চার মাসে তিনটি ছবির কাজ শেষ করেছেন জয়। ছবিগুলো চলতি বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে। জয় বলেন, বাজেট কমের কারণে এখন প্রযোজক বাঁচাতে তারাতারি শুটিং শেষ করতে হবে। সিনেমা হল কমে গেছে সবাইকে হল বাঁচাতে এগিয়ে আসতে হবে।
কথা প্রসঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুলেন তিনি। বরাবরই প্রেমিক পুরুষ জয়। বর্তমানে চুটিয়ে প্রেম করছেন তিনি। বন্ধুকে প্রেম পত্র লিখে দেওয়ায় ছাত্র জীবনে তার প্রেমিকা চলে আসে জয়ের কাছে। এ প্রসঙ্গে জয় বলেন, আমার এক বন্ধু ছিল ওর হাতের লেখা ভালো না। একটি মেয়ের সাথে প্রেম করে। প্রেমিকাকে চিঠি দিবে এখন ওর তো হাতের লেখা ভালো না কি করবে উপায় না পেয়ে আমায় বলে। তখন আমি প্রেম পত্র লিখে দেই। তারপর থেকে নিয়মিত চিঠি লিখে দিতাম। এক সময় মেয়েটি জানতে পারে আমি চিঠি লিখে দিচ্ছি। এক পর্যায়ে মেয়েটি আমার প্রেমে পরে যায়। বন্ধুর প্রেমিকার সাথে বেশ কিছু দিন প্রেম করি (হা..হা..হা)।
যোগ করে জয় আরও বলেন, যখন যার সাথেই প্রেম করেছি তখন তার সাথেই ফিক্সড থেকেছি। এক সাথে একাধিক প্রেম কখনো করিনি। এ পর্যন্ত বহুবার প্রেমে পড়েছি। প্রেম আসা যাওয়ার মধ্যেই আছে। বর্তমানেও প্রেম করছি। তবে কার সঙ্গে সে সব ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু বলতে চাই না। আর বিয়ে নিয়ে এখনই ভাবছি না। আগামী পাঁচ বছর পর বিয়ে করব।
Leave a Reply