বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। নানা সময় নানা বিষয় নিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন। তবে নতুন খবর হলো নতুন পরিচয়ে এবার দেখা যাবে এই তারকাকে। নিজের পরিচয়ের তালিকায় যুক্ত হতে যাচ্ছে চিত্রনায়িকা তকমা।
শনিবার (২০ মার্চ) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি রেস্তোরাঁয় আলোচিত পরিচালক অনন্য মামুনের ‘অমানুষ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। আজ রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন। জানা গেছে, থ্রিলার গল্পের সিনেমাটিতে মিথিলার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব হোসেন।
সিনেমাটি প্রসঙ্গে অনন্য মামুন বলেন চার মাস আগে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেছি। আশা করছি, আগামী ২৬ মার্চ থেকে ঢাকায় সিনেমাটির শুটিং শুরু করতে পারবো। জানা গেছে, ‘অমানুষ’ এর মূল গল্প অনন্য মামুনের আর এর সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ।
Leave a Reply