‘সুরঞ্জনা’ নামে ফাহমিদা নবী সিনেমায় প্লে-ব্যাক করলেন। সিনেমাটি নির্মাণ করছেন সৈয়দ মাসুম। গানটির গীতিকার ও সুরকার মিলন খান। সঙ্গীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ। আবার এতে ফাহমিদা নবীর সঙ্গে কন্ঠ দিয়াছেন কুমার বিশ্বজিৎ। গানটির রেকর্ডিং-এর কাজ শেষ হয়েছে বলে জানান ফাহমিদা নবী।
এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘গানটি খুবই মিষ্টি প্রেমের গান। মিলন খান ভাই বরাবরই ভালো লিখেন।এ প্রথম তার সাথে কাজ করলাম। রেকর্ডিং-এর দিন যখন স্টুডিও তে পৌঁছাই, দেখি মিলন ভাই একগুচ্ছ লাল গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম। মিলন ভাই বলেন- আপনি ফুল ভালোবাসেন, মিষ্টি করে গান করেন, তাই আপনার জন্য ফুলের শুভেচ্ছা। দেরি না করে ভয়েস দিলাম। সত্যি চমৎকার চিত্রায়ন করবার মতোই গানের কথা ও সুর। মিলন ভাইকে ধন্যবাদ এবং বিশ্বজিৎ দাকে চমৎকার সঙ্গীতায়োজনের জন্য ধন্যবাদ।’
ফাহমিদা নবী জানান- এর আগে কুমার বিশ্বজিতের সঙ্গে একটি সিনেমাতেই গান গাওয়ার সুযোগ হয়েছিলো। এরইমধ্যে ‘অচিনপুর’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ফাহমিদা নবীর গাওয়া ‘হেরে যাওয়ার গল্প’ গানটি। গানটি লিখেছেন সাবরিনা সুলতানা চৌধুরী এবং সুর সঙ্গীত করেছেন সুদীপ্ত শাহীন। এরই মধ্যে ফাহমিদা নবী বাপ্পা মজুমদারের সুর সঙ্গীতে কবির বুকলের লেখায় ‘চাইছি হতে’ নামের আরও একটি গানে কণ্ঠ দিয়েছেন।
Leave a Reply