সাংবাদিক অভি মঈনুদ্দীন এই সময়ে এসে টুকটাক গান লেখা ও সুর করা শুরু করেছেন। সিলেট ক্যাডেট কলেজে পড়ার সময় তিনি প্রখ্যাত ওস্তাদ রাম কানাই দাস’র কাছে দীর্ঘদিন গানে তালিম নিয়েছেন। তবে পেশাগতভাবে গানের সাথে তার কখনো সম্পৃক্ততা হয়ে উঠেনি। দীর্ঘ সময় পর এখন গান নিয়ে তার নতুন করে পথচলা শুরু হয়েছে। এরমধ্যে অভি মঈনুদ্দীন নিজের জন্য একটি গান লিখেছেন ও সুর করেছেন। গানটির শিরোনাম ‘চাইনা হৃদয় ভেঙ্গে যাক’। তার লেখা দ্বিতীয় গানটি হলো ‘শত শত রাত’। এই গানের সুর তারই করা। গত বছর অক্টোবর মাসে গানটির সৃষ্টি। মূলত সেরাকন্ঠ’ খ্যাত চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রাপ্ত সঙ্গীত শিল্পী কানিজ খাদিজা তিন্নী’র বাবা মোঃ কাওসার ইমামের অনুপ্রেরণাতেই ‘শত শত রাত’ গানটির সৃষ্টি। গানটির সঙ্গীতায়োজন করেছেন ওস্তাদ ইয়াকুব আলী খানের ছেলে ইউসুফ আহমেদ খান। গানটি গেয়েছেন তিন্নী। এরইমধ্যে গানটির সব কাজ শেষ করে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে গেলো ২৫ মার্চ। অভি মঈনুদ্দীনের নির্দেশনায় ‘শত শত রাত’ গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে রাজধানীর পুরোনো ঢাকায়। গানটিতে তিন্নী’র সঙ্গে মডেল হিসেবে আছেন আসিফ খান রাজ। সিনেমাটোগ্রাফার ছিলেন পার্বত রায়হান।
গানটি প্রসঙ্গে অভি মঈনুদ্দীন বলেন,‘ শত শত রাত প্রেম-বিরহ-ভালোবাসার গান। গানটির অসাধারণ সঙ্গীতায়োজন করেছেন ইউসুফ আহমেদ খান। তার কাছে সবসময়ই আমি গানের ক্ষেত্রে বিশেষভাবে ঋনী। আর তিন্নী নিঃসন্দেহে বেশ ভালো গায়। তার বাবার অনুপ্রেরণাতেই মূলত এই গান লেখা ও সুর করা। জানিনা কেমন লিখেছি, সুর করেছি। তবে এতোটুকু বলতে পারি তিন্নীর কন্ঠে এই গান মানুষের মনকে নাড়া দিবে।’
সঙ্গীতায়োজক ইউসুফ বলেন,‘ এমন একটি কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারা সৌভাগ্যের বিষয়।’ তিন্নী বলেন,‘ এই গান আমার জন্য অন্যরকম স্পর্শকাতর গান, আমার সন্তান-এর মতো একটি গান। গানটি গেয়েছি আমি কিন্তু অনেক মানুষের চেষ্টা, শ্রম, ভালোবাসা, মায়া জড়িয়ে আছে। ধন্যবাদ অভি ভাই, ইউসুফ ভাই, পার্বত ভাই ও আমার সহশিল্পী আসিফ ভাইকে’।
আসিফ বলেন,‘ জীবনে প্রথম মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছি। অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা অভি মঈনুদ্দীন ভাইয়ের কাছে। কারণ তিনিই এমন অসাধারণ একটি গানে আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ ইউসুফ ভাই, পার্বত ভাই ও তিন্নী’সহ পুরো ইউনিটকে।’ অভি মঈনুদ্দীন জানান, আগামী পহেলা বৈশাখের আগেই গানটি একটি ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে প্রকাশ পাবে। এদিকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় অভি মঈনুদ্দীনের প্রথম গানের মিউজিক ভিডিও আপাতত নির্মাণ হচ্ছেনা।
ছবি : আলিফ হোসেন রিফাত
Leave a Reply