‘তোমার নামে’ শিরোনামের নতুন গানের ভিডিও নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। গানটিতে যুবরাজের সাথে দ্বৈতকন্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা। রনক ইকরামের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন জে.কে মজলিশ। গানটির ভিডিও নির্মাণে ছিলেন চলচ্চিত্র নির্মাতা জসিম উদ্দিন জাকির। আজ ১লা এপ্রিল সন্ধ্যা ৬ টায় গানটি প্রকাশ হবে স্বপ্ন মাল্টিমিডিয়ায়।
আসিফ আকবরের গানে যেমন শ্রোতাদের পাগল করার অদৃশ্য এক শক্তি আছে, তেমনি তার ভিডিও মানেই নতুনত্ব। গানের ভিডিওতে দেখা যাবে তারেক জামান ও শাকিলা পারভীনকে। সিলেট সুনামগঞ্জ, তাহেরপুর, নীলাদ্রি’র মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটি। গানটির কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। ক্যামেরায় ছিলেন শিউল বাবু।
গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন- ‘তোমার নামে, এটি একটি তারুণ্যের প্রেমের গান। কনা অনেক ভালো গায়। ভিডিওটি দারুন হবে। সব মিলিয়ে আসিফিয়ানদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
কনা জানান, গানটি সবার ভালো লাগবে আশা করছি। আসিফ ভাইয়ের সাথে গান মানি ভালো কিছু। সবার ভালো লাগবে এটুকু বলতে পারি।
প্রযোজক এমদাদ কাজল বলেন, স্বপ্ন মাল্টিমিডিয়া দর্শকদের ভালো কিছু গান উপহার দেয়া উদ্দেশ্য কাজ করছে। নিতে নয়, দর্শককে ভালো কিছু কাজ দিতে এসেছি। যতদিন আমাদের সামর্থ্য আছে ভালবাসা দিয়ে যাবো। আশা করছি নতুন এ গানচিত্রটি দর্শক পছন্দ করবে।
Leave a Reply