ঈদকে সামনে রেখে নতুন গান রেকর্ডিং নিয়ে ব্যস্ত ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা। কারণ, করোনা ও লকডাউনের কারণে স্টেজ শো আপাতত বন্ধ। তাই রেকর্ডিং নিয়েই যত ব্যস্ততা সালমার। সম্প্রতি তিনি কণ্ঠ দিলেন ‘পরদেশী’ শিরোনামে নতুন একটি গানে। সবুজ অরণ্যর কথায় এটির সুর-সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানটি ধরে তৈরি হলো একটি ভিডিও।
সালমা বলেন, এবার শো নিয়ে ব্যস্ততা নেই। তাই হাতে থাকা সময়টা কাজে লাগাচ্ছি। প্রচুর গান রেকর্ড করছি। এরমধ্যে ২৫টার মতো গান রেকর্ড হয়ে আছে বিভিন্ন প্রতিষ্ঠানের। তার মধ্যে ‘পরদেশী’ গানটি অন্যতম। গানটির কথা-সুর খুবই মনে লাগার মতো।
আসন্ন ঈদে গানটি প্রকাশ হবে সিডি প্লাসের ব্যানারে, প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলসহ বেশ ক’টি অডিও-ভিডিও শেয়ারিং মাধ্যমে।
সিডি প্লাস সূত্র থেকে জানাগেছে, ‘পরদেশী’ গানচিত্রটি অন্তর্জালে উন্মুক্ত করা হবে রমজানের শেষ সপ্তাহে।
Leave a Reply