সিয়াম আহমেদ বড় পর্দায় এ সময়ের যে কজন নায়ক ভালো কাজ করছেন, তাঁদের মধ্যে অন্যতম সিয়াম।তার অভিনীত চারটি সিনেমা মুক্তি পেয়েছে। চারটি ছবিতেই তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। নতুন প্রজন্মের নায়ক হিসেবে দর্শক তাঁকে ভালোভাবেই গ্রহণ করেছেন। বলাই যায় ঢাকাই সিনেমার আগামী দিনের হাল ধরবে তিনি। বর্তমানে তিনি বেশ কয়েকটি নতুন ছবির জন্য নিজেকে প্রস্তুত করছেন। অভিনয়ের পাশাপাশি নিজের নামে সিয়াম গড়ে তুলেছেন ভিডিও শেয়ারিংয়ের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ইউটিউব চ্যালেনও। আর এ কারণেই সিয়াম পেলেন নতুন স্বীকৃতি। গত বছরের আগস্ট মাসে ঘোষণা দেন, নিজস্ব ইউটিউব চ্যানেলটি নিয়ে মনোযোগী হতে চান তিনি। সে সময় সিয়াম জানিয়েছিলেন, ‘সময়ের সঙ্গে প্রযুক্তি উন্নত হচ্ছে, পরিবর্তন হচ্ছে। যেখানে ইউটিউব অনেক বড় জায়গা দখল করে নিয়েছে। তাই ভক্তদের সঙ্গে সরাসরি কন্ট্রাক্ট রাখার জন্য নিজের নামে ইউটিউব চ্যানেল করেছেন তিনি। হালের এই দর্শক জনপ্রিয় নায়কের ইউটিউব চ্যানেলে এরই মধ্যে সাবস্ক্রাইবার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। যার স্বীকৃতির পুরস্কার হিসেবে ইউটিউব থেকে সিলভার বাটন পেলেন সিয়াম।
গত শুক্রবার (২৩ এপ্রিল) সিয়াম ফেসবুকে সিলভার বাটনের একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।পাশাপাশি চ্যানেলটির শুরু থেকে যারা সম্পৃক্ত ছিলেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। এ প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন, প্রত্যেকটা স্বীকৃতি ডেফিনেটলি আনন্দের এবং এটা এমন একটা জিনিসের জন্য যে কন্টেন্টগুলো আমার বানাচ্ছি। প্রথম কথা আমার ডিফেন্ড করতে। আমাদের রেগুলার লাইফটা, যেভাবে আমার কাজ করি পর্দার পিছনে আমাদের কাজের ক্ষেত্রে যারা হেল্প করেন।যাদের কারণে অরিজিনালি কাজ হয়। আমরা তাদেরকে নিয়ে আসার চেষ্টা করেছি। এটা ভিজুয়াল ডাইরির মতো থাকবে সারাজীবন। কারণ যেহেতু আমি আমার কাজটা অনেক এনজয় করি। আমি চাই যে কাজটা কিভাবে হলো, সেই প্রসেস কিভাবে হলো। যারা আমাদের কাজ পছন্দ করেন তাদের পর্যন্ত পৌঁছে দিতে। যেনো তারাও রিয়েলাইজ করেন একটা ইউনিট কত কষ্ট করে কাজটা করেন। আমার তৈরি কন্টেন্টগুলো ভিউয়ার্সর পছন্দ করছেন এবং তাদের মতামত জানাচ্ছেন কমেন্ট বক্সে। সামনে কন্টেন্ট তৈরি করলে ভিউয়ার্সদের কমেন্ট কথা মাথা রেখে কাজ করবো। দর্শকের সাথে যোগাযোগ কোনো অপশন মিস করতে চাই না। তারা যে কন্টেন্টগুলো পছন্দ করেছেন তাদের উপর বেজ করে হচ্ছে। যারা এখনো চেক করেন তারা চেক করতে পারেন চাইলে তারা দেখতে পারেন সিয়াম আহমেদ ইউটিউব চ্যানেল।
Leave a Reply