২০০৬ সালের একজন লাক্স তারকাভিনেত্রী রিশতা লাবনী সীমানা। ২০১৯ সালের ১৩ ডিসেম্বর সীমানা আবারো বিয়ে করে নতুন সংসার জীবন শুরু করেছেন। অবসরপ্রাপ্ত মেজর জামায়েল ইমিতয়াজ সৈকত’কে তিনি বিয়ে করেছেন। তাদের ঘর আলোকিত করে গত বছররের ২৭ জুন পুত্র সন্তান জন্ম নেয়। নাম তার স্বর্গ। সীমানার ভাষ্যমতে তার প্রথম সন্তান শ্রেষ্ঠ, দ্বিতীয় সন্তান স্বর্গ ও তার স্বামীকে নিয়ে বর্তমান সংসারের স্বর্গই রচনা করেছেন তিনি। সীমানার স্বামী সৈকত বর্তমান যমুনা গ্রুপে চাকুরী করছেন। যমুনা ফিউচার পার্ক’র জেনারেল ম্যানেজার (মল অপারেশন) হিসেবে কর্মরত আছেন তিনি।
সৈকত’কে বিয়ে করা প্রসঙ্গে সীমানা বলেন,‘ আলহামদুলিল্লাহ সৈকতকে বিয়ে করে আমি ভীষণ সুখে আছি। আমরা আমাদের দুই সন্তান শ্রেষ্ঠ ও স্বর্গকে নিয়ে ভীষণ সুখে আছি। সবচেয়ে বড় কথা সৈকত আমাকে, আমার অভিনয় করাকে যথেষ্ট সম্মান করে। সৈকতই আমাকে অভিনয়ে ফেরার কথা বলছে বারবার। যে কারণে করোনা পরিস্থিতি যদি আগামী জুলাই মাসের মধ্যে স্বাভাবিক হয়, তবে ইচ্ছে আছে অভিনয়ে ফেরার। কারণ একজন অভিনেত্রী হিসেবে প্রতিনিয়ত অভিনয়ের প্রতি গভীর টান অনুভব করি মন থেকে। আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আজীবন সুখে থাকতে পারি, আমরা আমাদের সন্তানদের যেন মানুষ করতে পারি। সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন।’
এর আগে সীমানা ২০১৪ সালের ৪ জুন সঙ্গীতশিল্পী পারভেজকে বিয়ে করেছিলেন। সমঝোতার মধ্যদিয়েই ২০১৯ সালের মার্চ মাসে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। পারভেজ ও সীমানা’র সিদ্ধান্তেই বড় ছেলে শ্রেষ্ঠ সীমানার কাছেই আছে। সীমানা সর্বশেষ প্রয়াত পরিচালক শাহাদাৎ হোসেন সুজনের পরিচালনায় ‘টিরিগির টক্কা’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। লাক্স’ থেকে বের হয়ে প্রথম তিনি সালাহউদ্দিন লাভলুর নির্দেশনায় ‘কলেজ স্টুডেন্ট’ নাটকে অভিনয় করেছিলেন। তার অভিনীত একমাত্র সিনেমা তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’।
Leave a Reply