আফরান নিশো ও তানজিন তিশাকে নিয়ে মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করেছেন ঈদের নাটক ‘তাকে ভালোবাসা বলে’। গল্পটি লিখেছেন জোবায়েদ আহসান। আরিয়ান জানালেন, এখানে দু’জন মানুষের একটা মজার জার্নি। এটাকে রোমান্টিক গল্প বলা ঠিক হবে না। একেবারে অপরিচিত দুজন মানুষের সঙ্গে হঠাৎ পরিচয় ও বন্ধুত্বের গল্প। এর মধ্যে প্রেম নামের অস্পষ্ট একটা বিষয় তৈরি হয়। যা অনুভব করতে হলে নাটকটি দেখতে হবে।
নিশো বলেন, ঈদের নাটককে ঘিরে সব সময়ই দর্শকের প্রত্যাশার চাপ বেশি থাকে। তারা নাটকে একটি ভালো গল্প দেখতে চায়। ‘তাকে ভালোবাসা বলে’ সে রকমই একটি গল্পের নাটক, যা দর্শকের ভালো লাগবে।
তানজিন তিশা বলেন, নাটকের গল্প অসাধারণ। নাটকটিতে বন্ধুত্বের এক অদ্ভুত সমীকরণ ব্যাখ্যা করা হয়েছে। আশা করছি দর্শকের ভালো লাগবে । নির্মাতা জানালেন, নাটকটি ঈদ আয়োজনে সিএমভির ইউটিউবে উন্মুক্ত হবে।
Leave a Reply