সম্প্রতি প্রকাশ পেল ( ৬ মে) বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ক্যাপ্টেন গান বাজার ইউটিউব চ্যানেলে ‘রিলিফের মাল’ শিরোনামের মিউজিক ভিডিও। গানটি গীতিকার ও সুরকার তুহিন সিদ্দিকি। সঙ্গীত আয়োজনে ছিলেন ওয়াহিদ শাহীন।কন্ঠ দিয়াছেন যাযাবর ব্যান্ড ভোকাল ক্যাপ্টেন। কন্ঠশিল্পী ক্যাপ্টের প্রথম সোলো গান ‘রিলিফের মাল’। অসাধারণ একটি ফোক ঘারানার গান রিলিফের মাল। গানটির কথার সাথে মিল রেখে র্যাপ ভয়েস দিয়েছেন কাব্যিক পলাশ।গানটিতে ডিওপি ও নির্মাতা হিসাবে ছিলেন রাহাত বাপ্পি।
এ গানটির প্রসঙ্গে কন্ঠশিল্পী ক্যাপ্টেন বলেন, ব্যান্ড নিয়ে কাজ করে আসছি বেশ কয়েক বছর ধরে। যাযাবরের প্রথম এ্যালবাম জি সিরিজ এর ব্যানার থেকে মুক্তি পায় ২০১৫ সালে বিশ্বাসের একটা ব্যাপার শিরোনামে। নিজেদের গান ও বিভিন্ন স্টেজ প্রোগ্রামে হঠাৎ আমরা ব্যাস্ত হয়ে পরি। দেশের মফস্বল অঞ্চল থেকে শুরু করে জেলায় জেলায় ও বিভিন্ন টিভি লাইভ প্রোগ্রাম শুরু হয় আমাদের। দেশের সর্বত্র ছড়িয়ে পরে যাযাবরের নাম। ২য় এ্যালবাম যাযাবর শিরোনামে এস এফ মাল্টিমিডিয়ার ব্যানার থেকে মুক্তি পায় ২০২০ জানুয়ারিতে। ব্যান্ডের কাজের পাশাপাশি এ প্রথম সোলো গান গাইলাম রিলিফের মাল। ডিজে মিউজিক ভার্শন ও র্যাপ সংমিশ্রণে রিলিলিফের মাল।গানটি আশা করি সকলের ভালো লাগবে।
Leave a Reply