বিশ্ববিদ্যালয় পড়ুয়া আদনান ও মেহনাজ ভালো বন্ধু। এক পর্যায়ে সেই সম্পর্ক গড়ায় প্রেমে। এরপরই পরিণয়। আদনান তার স্ত্রী মেহনাজকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না। এক পর্যায়ে মেহনাজ মা হতে চলেন। এই আনন্দে মেহেনাজকে নিয়ে ঘুরতে যান আদনান। রাস্তায় এক ছিনতাইকারী মেহেনাজের হাতের ব্যাগ ধরে টান দেয়। ব্যাগ সামলাতে গিয়ে মেহেনাজ রাস্তায় পড়ে মারাত্মক আহত হন। লাইফ সাপোর্টে নিতে হয় তাকে। আদনান অনেক চেষ্টা করেও স্ত্রীকে সুস্থ করতে ব্যর্থ হন। মেহনাজ চলে যান না ফেরার দেশে। এই শহরে একা হয়ে পড়েন আদনান।
এমনই এগিয়ে যাওয়া গল্পে নির্মিত হয়েছে নাটক ‘খুনসুটি প্রেম’। আব্দুল্লাহ আল মুক্তাদিরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আনিস রহমান। নাটকটিতে আদনান ও মেহেনাজ চরিত্রে অভিনয় করেছেন তারকা দম্পতি শাওন ও টয়া। নাটকটি ঈদের তৃতীয় দিন রাতে সম্প্রচার হবে নাগরিক টিভিতে।
Leave a Reply