ঈদুল ফিতরে রিলিজ হতে যাচ্ছে জনপ্রিয় কন্ঠশিল্পী সালমা’র ফোক গানের মিউজিক্যাল ফিল্ম ‘আমার বুকে সেল মারিয়া’। তরুন গীতিকার রাজ কামালের গীত রচনায় গানের সুর করেছেন টুনির মা গান খ্যাত শিল্পী প্রমিত এবং সঙ্গীতায়োজন করেছেন নাদিম ভূইয়া। রুবেল হাওলাদারের পরিচালনায় মিউজিক্যাল ফিল্মটি চিত্রায়ণ হয়েছে গাজীপুরের সবুজ শ্যামল সুন্দর মনোরম লোকেশনে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় মডেল সুপ্ত ও অথৈ।
আলোচিত এই মিউজিক্যাল ফিল্মটি ঈদ উপলক্ষে মাই লাভ ইউটিউব চ্যানেলে প্রকাশ হতে যাচ্ছে আগামী ১২ই মে ২০২১ তারিখে। গীতিকার রাজ কামাল গানটি নিয়ে বলেন, সালমার দর্শক শ্রোতা ও ভক্তরা গানটি নতুন ও ভিন্ন চমক হিসেবে পাবে। আশাকরি সেই সাথে সকল শ্রেণির শ্রোতাদের ভালো লাগবে।
Leave a Reply